করোনায় আরও ৩২ মৃত্যু, আক্রান্ত ১ ৫৯২

নিজস্ব প্রতিবেদক

করোনা আক্রান্ত হয়ে মৃতের দাফন
ফাইল ছবি

দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় অদৃশ্য ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৪৭৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৯২ জন। ‍আর সুস্থ হয়েছেন শনাক্তের দ্বিগুণ; ৩ হাজার ৪২৩ জন।

রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

universel cardiac hospital

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯২টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১১ হাজার ৩৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এসব পরীক্ষায় এক হাজার ৫৯২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন আরও ৩২ জন। এ নিয়ে বাংলাদেশে অচেনা ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মারা গেলেন চার হাজার ৪৭৯ জন। দেশে এ পর্যন্ত ১৬ লাখ ২৯ হাজার ৩১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন একদিনে শনাক্তের দ্বিগুণ মানুষ। গত একদিনে সুস্থ হয়েছেন তিন হাজার ৪২৩ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন দুই লাখ ২১ হাজার ২৭৫।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে