না ফেরার দেশে গণপরিষদ সদস্য এডভোকেট সৈয়দ এমদাদুল বারী

মোহাম্মদ সজিবুল হুদা

সৈয়দ এমদাদুল বারী
সৈয়দ এমদাদুল বারী। ফাইল ছবি

না ফেরার দেশে চলে গেলেন সাবেক গণপরিষদ সদস্য, ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদের সাবেক প্রশাসক, প্রবীন আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট সৈয়দ এ.কে.এম এমদাদুল বারী। তিনি আজ সন্ধ্যা ৭টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন; ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। মৃত্যুকালে তিনি তিন মেয়ে, দুই ছেলেসহ আত্মীয়-স্বজন অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তার জেষ্ঠ্য সন্তান শিল্পপতি সৈয়দ এখতেশামুল বারী (তানজিল)।

আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার পিটিআই স্কুল মাঠ ও পরে গ্রামের বাড়ি জেলার আখাউড়ার উপজেলার রানীখার গ্রামে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

গণপরিষদ সদস্য এডভোকেট সৈয়দ এমদাদুল বারী দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভোগ ছিলেন। তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধ চলাকালে তিনি বিজলা ক্যাম্পের সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা আয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এই প্রবীন আওয়ামী লীগ নেতার মহাপ্রয়াণের খবরে সমগ্র জেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে