ইউএস ওপেন : পুরুষ এককে নতুন চ্যাম্পিয়ন ডমিনিক থিম

ক্রীড়া প্রতিবেদক

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন ডমিনিক থিম
সংগৃহিত ছবি

শীর্ষ তারকাদের অনুপস্থিতি ও হারের কারণে এবারের ইউএস ওপেনটাই অন্যরকমভাবে ইতিহাসে লেখা থাকবে।

শনিবার রাতে নারী এককে সেরেনা উইলিয়ামস যেখানে ব্যর্থ, সেখানে দ্যুতি ছড়ালেন জাপানের ওসাকা। বেলারুশ তারকা আজারেঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন তিনি।

universel cardiac hospital

পুরুষ এককেই একই অবস্থা। নেই রজার ফেদেরার, রাফায়েল নাদাল। লাইন জাজকে আহত করে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন সার্বিয়ান তারকা জকোভিচও।

শীর্ষ তারকাদের অনুপস্থিতির মাঝেই এবার ইউএস ওপেনকে নিজের করে নিয়েছেন অস্ট্রিয়ার ডমিনিক থিম।

রোববার রাতে নিউইয়র্কের ফ্লাশিং মিডোসে আলেকজান্ডার জেরেভের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর এক ফাইনাল জিতে ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন হয়েছেন ডমিনিক থিম।

২৭ বছর বয়সী থিম এর আগে তিন বড় টুর্নামেন্টের ফাইনালে হেরেছেন। এবারও একই ভাগ্য বরণ করতে চলেছিলেন। কিন্তু শেষ দিকে ২৩ বছর বয়সী জেরেভ ছন্দ হারালে দুর্দান্তভাবে ম্যাচে ফেরেন তিনি।

২-৬, ৪-৬, ৬-৪, ৬-৩ ও ৭-৬ (৮-৬) সেটে জেরেভকে হারান থিম।

ম্যাচশেষে পরাজিত জেরেভকে সান্ত্বনা দিতে থিম বলেন, ‘আমরা দুজন যদি বিজয়ী হতে পারতাম, তা হলে ভালো লাগত। দুজনেই এই জয় দাবি করি।

২০০৪ সালের ফ্রেঞ্চ ওপেনের পর থিমই প্রথম খেলোয়াড় যিনি দুই সেটে হেরে ঘুরে দাঁড়িয়ে শিরোপা নিলেন।

তথ্যসূত্র : নিউইয়র্ক টাইমস

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে