দেশে করোনায় আরও ২৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

করোনা আক্রান্ত হয়ে মৃতের দাফন
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনায় আক্রান্ত হয়ে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে সংক্রমিত হয়ে দেশে মোট মারা গেছেন ৫ হাজার ৭২ জন। একই সময়ে আরও এক হাজার ৫৪০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

universel cardiac hospital

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১০৩টি পরীক্ষাগারে ১২ হাজার ৩৮২টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৯০০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে এক হাজার ৫৪০ জনের দেশে করোনার সংক্রমণ ধরা পড়ে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৫৫ হাজার ৩৮৪ জনে।

একই সময়ে দুই হাজার ১৬৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ২ লাখ ৬২ হাজার ৯৫৩ জন সুস্থ হলেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২৮ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ২১ জন ও নারী ৭ জন। তাদের সকলেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান।

এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ তিন হাজার ৯৩৫ জন (৭৭ দশমিক ৫৮ শতাংশ) ও নারী এক হাজার ১৩৭ জন (২২ দশমিক ৪২ শতাংশ)।

বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে ছয়জন, রাজশাহীতে একজন, খুলনায় দুজন, সিলেট একজন ও রংপুরে একজন রয়েছেন।

এদিকে আজ বিকাল পর্যন্ত সারা বিশ্বে ৩ কোটি ২১ লাখ ৩০ হাজার ৭৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯ লাখ ৮২ হাজার ৫১৪ জন। বিপরীতে সেরে উঠেছেন ২ কোটি ৩৭ লাখ ৪ হাজার ৩১৭ জন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে