দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

আদালত প্রতিবেদক

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির। ফাইল ছবি

দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেছেন। তারা দু’জনেই নিজ নিজ পদত্যাগপত্র সলিসিটর কার্যালয়ে জমা দিয়েছেন।

রোববার সকালে পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মোমতাজ উদ্দিন ফকির। তিনি জানান, ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন। এটি অন্য কোনোভাবে দেখার সুযোগ নেই।

universel cardiac hospital

এদিকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে মুরাদ রেজাও পদত্যাগ করেছেন বলে জানা গেছে। তবে তার সঙ্গে এ বিষয়ে কথা বলার চেষ্টা করা হলে ফোনে সংযোগ পাওয়া যায়নি।

এর আগে গত ৮ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিনকে দেশের ১৪তম অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয় সরকার।

এএম আমিন উদ্দিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পরপর দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন।

২০০৯ সাল থেকে রাষ্ট্রের ১৩তম অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করা মাহবুবে আলম গত ২৭ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে