সংক্রমণের ১১ দিন পর করোনামুক্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউজের চিকিৎসক সিন কোনলি বিষয়টি নিশ্চিত করেছেন। বলেছেন, ‘প্রেসিডেন্টের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আর এখন তিনি অন্য কারো জন্য সংক্রামক নন।’ খবর রয়টার্সের।
গেল ২ অক্টোবর প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প করোনা আক্রান্ত হন। তিন দিন ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে চিকিৎসা শেষে গেল রবিবারে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, তার দেহে আর কোভিড-১৯ সংক্রমণ নেই।
করোনা সংক্রমণের কয়েক দিনের মাথায় ঝুঁকি নিয়েই নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন ট্রাম্প। ভাষণে জনগণের উদ্দেশে বলেন, ‘করোনাকে আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে দেবেন না।’
পরে একটি টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘আমাদের করোনা নিয়েই বেঁচে থাকতে হবে।’