গুনগুন সুর শুনে গান সার্চ করবে গুগল

ডেস্ক রিপোর্ট

গুনগুন সুর শুনে গান সার্চ করবে গুগল

গান শুনতে এখন থেকে আর লিখে গুগলে সার্চ করতে হবে না। ব্যবহারকারী গুনগুন সুরে গান গাইলেই সার্চ অপশনে সংশ্লিষ্ট কনটেন্ট হাজির করবে গুগল।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ এ তথ্য জানিয়েছে।

universel cardiac hospital

ওয়েবসাইট দ্য ভার্জ জানায়, হাম টু সার্চ নামে এই ফিচার অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসে ইতিমধ্যে এসেছে।

স্মার্টফোন ব্যবহারকারীরা গুগল অ্যাপের মাইক্রোফোন বাটনে গিয়ে গুনগুন করলে গানের তালিকা পাবেন।

গুনগুনের ১০ থেকে ১৫ সেকেন্ড পর গুগল একটি রেজাল্ট দেখাবে।

গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের একদম হুবুহু সুর দেয়ার প্রয়োজন পড়বে না। কাছাকাছি থাকলেই একটি তালিকা সার্চ অপশনে চলে আসবে।

তালিকায় গানের শিরোনাম, শিল্পীর নাম এবং ইউটিউব অপশন পাওয়া যাবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীরা কিছু সার্চের সময় স্পেলিং ভুল হলেও যাতে সঠিক ফল দেখানো যায় সে বিষয়ে আরও জোর দেয়া হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে