ভারতে করোনায় একদিনে আরও ৫৮৭ প্রাণহানি, শনাক্ত ৪৬৭৯০

আন্তর্জাতিক ডেস্ক

করোনার ভয়াল রূপ
করোনার ভয়াল রূপ। ফাইল ছবি

করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৫৮৭ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে ১ লাখ ১৫ হাজার ১৯৭ জনের মৃত্যু হলো।

এই সময়ে করোনা আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৭৯০ জন। ২৯ জুলাইয়ের পর দেশটিতে এই প্রথম দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে নামল।

universel cardiac hospital

এখনও পর্যন্ত ৭৫ লাখ ৯৭ হাজার ৬৩ জন মানুষ প্রাণঘাতি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৯ হাজার ৭২০ জন। মোট সুস্থ ৬৭ লাখ ৩৩ হাজার ৩২৮ জন।

মঙ্গলবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত করোনার সর্বশেষ এই তথ্য জানিয়েছে এনডিটিভি।

করোনা সংক্রমণ ও মৃত্যুর হিসাবে শীর্ষে রয়েছে ভারতের মহারাষ্ট্র।  রাজ্যটিতে এখনও পর্যন্ত ১৬ লাখ ১ হাজার ৩৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪২ হাজার ২৪০ জনের।

অন্ধ্রপ্রদেশ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৮৬ হাজার ৫০। এখনও পর্যন্ত ৬ হাজার ৪৫৩ জনের প্রাণহানি হয়েছে।

কর্নাটকে মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৭০ হাজার ৬০৪। তামিলনাড়ুতে ৬ লাখ ৯০ হাজার ৯৩৬ জন এখনও পর্যন্ত সংক্রমিত হয়েছেন।

কর্নাটকে করোনায় মৃত্যু হয়েছে ১০ হাজার ৫৪২ জনের। তামিলনাড়ুতে সংখ্যাটা ১০ হাজার ৬৯১।

উত্তরপ্রদেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ৮৬৫। মারা গেছেন ৬ হাজার ৬৮৫ জন কোভিড রোগী। কেরালায় এ পর্যন্ত ৩ লাখ ৪৬ হাজার ৮৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ হাজার ১৮২ জনের।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে