তালেবানের হামলা: নিরাপত্তা বাহিনীর ৩৪ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালেবান
ফাইল ছবি

আফগানিস্তানের উত্তরাঞ্চলের তাখার প্রদেশে সশস্ত্রগোষ্ঠী তালেবানের হামলায় নিরাপত্তাবাহিনীর অন্তত ৩৪ সদস্য নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। বুধবার তাখার প্রদেশের বাহারাক জেলায় তালেবানের হামলায় হতাহতের এ ঘটনা ঘটেছে।

প্রাদেশিক স্বাস্থ্য পরিচালক আব্দুল কাইয়ুম ফরাসী বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, হামলায় প্রদেশের পুলিশের উপ-প্রধানসহ নিরাপত্তা বাহিনীর ৩৪ কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার রাতে বাহারাক জেলার এই হামলায় আরও ৮ জন আহত হয়েছেন।

universel cardiac hospital

জার্মান সংবাদ সংস্থা ডিপিএ বলছে, স্থানীয় রাজনীতিকরা ওই হামলায় ৪২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন। কয়েক বছর ধরে তাখার প্রদেশের ১৬টি জেলার ১১টির বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ করছে তালেবান।

প্রদেশের সরকারের মুখপাত্র জাওয়াদ হেজরি বলেছেন, তাখারে এখনও লড়াই চলছে এবং তালেবানেরও ব্যাপক হতাহত হয়েছে। বাহারাকে একটি অভিযানে যাওয়ার সময় তালেবানের হামলার শিকার হয়েছে নিরাপত্তা বাহিনী।

তিনি বলেন, ওই এলাকার আশপাশের বাড়ি-ঘরে অবস্থান নেয় তালেবান। শত্রুদের বিরুদ্ধে ওই এলাকায় অভিযানের সময় তারা আমাদের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়।

তবে তালেবান এখন পর্যন্ত ওই হামলার দায় স্বীকার করেনি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে