গিনিতে গত সপ্তাহে প্রেসিডেন্ট নির্বাচনের পর ছড়িয়ে পড়া ব্যাপক সহিংসতায় ২১ জন নিহত হয়েছেন।
সরকারি সূত্রের বরাত দিয়ে সোমবার রাষ্ট্রীয় টেলিভিশন পরিবেশিত খবরে এ কথা বলা হয়। এর আগে সরকার দেশটিতে নির্বাচন পরবর্তী অস্থিরতায় ১০ জনের প্রাণহানির কথা জানিয়েছিল। খবর এএফপির।
এমন একসময় এ সহিংসতার ঘটনা ঘটেছে, যখন আন্তর্জাতিক দূতরা উত্তেজনা কমাতে চেষ্টা করে যাচ্ছেন। গত ১৮ অক্টোবরের উত্তেজনাপ্রবণ নির্বাচনে প্রেসিডেন্ট আলফা কোনডের বিজয় ঘোষণা করা হয়েছে।
শনিবার নির্বাচনের ফল ঘোষিত হয়েছে। এর মধ্য দিয়ে তৃতীয়বারের মতো ক্ষমতায় বসেন ৮২ বছর বয়সী এই রাজনীতিবিদ।
রাষ্ট্রীয় টেলিভিশন আরটিজির খবরে বলা হয়, গত ১৯ অক্টোবরের পর থেকে গিনিতে নির্বাচনপরবর্তী ব্যাপক সহিংসতায় ২১ জন নিহত হয়েছেন জানিয়েছে সরকার।
এদের মধ্যে নিরাপত্তা বাহিনীর কয়েকজন কর্মকর্তাও রয়েছেন। অপরদিকে গিনির বিরোধী দল এ অস্থিরতায় ২৭ জন নিহত হওয়ার কথা জানিয়েছে।