১০ ঘণ্টা পর নিভল ডেমরার আগুন

নিজস্ব প্রতিবেদক

আগুন
প্রতীকী ছবি

রাজধানীর ডেমরার কোনাপাড়ায় হাজি বাদশা মিয়া রোডের একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ১০ ঘণ্টার মতো চেষ্টা চালানোর পর রাত তিনটার দিকে আগুনে নিয়ন্ত্রণে আনে। আগুনে ভবনটির তিনতলা থেকে নয়তলা পর্যন্ত পুড়ে গেছে। বৃহস্পতিবার বিকাল পাঁচটার আগে ভবনটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ রিবেন বিষয়টি নিশ্চিত করে বলেন, হাজি বাদশা মিয়া রোডের পাশের লাইটের গোডাউনে বিকালে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তাদের পাশাপাশি র্যা ব, পুলিশ, রেডক্রিসেন্ট ও রোভার স্কাউটের সদস্যরাও আগুন নেভানোর কাজে অংশ নেন। দীর্ঘ ১০ ঘণ্টার মতো চেষ্টা চালানোর পর রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

universel cardiac hospital

১০ তলাবিশিষ্ট ভবনটির প্রায় পুরোটাতেই দাহ্য পদার্থ ভরপুর থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানা গেছে। এছাড়া একটি মাত্র সরু রাস্তা থাকায় আগুন নেভাতে হিমশিম খেতে হয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া কেউ হতাহত হয়েছে কি না তাও জানা যায়নি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে