অস্ত্র ও গুলি উদ্ধারের মামলায় অবসরপ্রাপ্ত কর্নেল সহিদুল ইসলাম খান ও তার স্ত্রীসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- সৈয়দ আকিদুল ইসলাম ও খোরশেদ আলম। তারা কারগারে রয়েছেন।
জহিরুল ইসলাম মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেয়া হয়। আর অবসরপ্রাপ্ত কর্নেল সহিদুল ইসলাম খান ও তার স্ত্রী পলাতক।
আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সালাউদ্দিন হাওলাদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০১৯ সালের জানুয়ারি মাসে কর্নেল সহিদুলের ক্যান্টনমেন্টের ডিএসএসের বাসায় অস্ত্র ও গুলি পাওয়ার ঘটনায় মামলাটি হয়। ক্যান্টনমেন্ট থানার মামলা নম্বর- ১২(১)১৯। মামলায় নয় জনের সাক্ষ্য নেয়া হয়েছে।