অস্ট্রেলিয়ার বিমানে উঠল কোহলিরা

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার বিমানে উঠল কোহলিরা
ছবি : ইন্টারনেট

আইপিএল শেষ৷ ফের একজোট ভারতীয় ক্রিকেটাররা৷ অস্ট্রেলিয়া সফরের উদ্দেশ্যে রওনা দিল টিম ইন্ডিয়া৷ সেফটি কিট পরে দুবাই থেকে অস্ট্রেলিয়ার বিমানে উঠলেন বিরাটরা৷

অস্ট্রেলিয়ার মাটিতে তিনটি ওয়ানডে, তিনটি টি-২০ ছাড়াও চার টেস্টের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া৷ নতুন সেফটি কিট পরে অস্ট্রেলিয়ার বিমান ধরলেন ৩০ ভারতীয় ক্রিকেটার৷ বোডিংয়ের আগে বিরাটদের সেই ছবি টুইটারে পোস্ট করল বিসিসিআই৷

তিন ফরম্যাটের মোট ৩০ জন ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিমানে উঠলেন৷ তবে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রি-হ্যাব করার জন্য বিরাটদের সঙ্গে গেলেন না সদ্য আইপিএল চ্যাম্পিয়ন রোহিত শর্মা৷ তবে অস্ট্রেলিয়ার মাটিতে অবতরণের পর ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের৷ প্রথমে তিন ওয়ান ডে-র সিরিজ দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করতে চলেছেন বিরাটরা৷ ২৭ নভেম্বর সিডনিতে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ৷

ভারতের পূর্ণাঙ্গ সফরের শুরুটা সীমিত ওভারের দুই সিরিজ দিয়ে হলেও, সবার মূল আকর্ষণ চার ম্যাচের টেস্ট সিরিজের দিকেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। যেখানে অনভিষিক্ত খেলোয়াড়ের সংখ্যা মোট পাঁচ।

তারা হলেন- টপঅর্ডার ব্যাটসম্যান উইল পুকোভস্কি, স্পিনিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, লেগস্পিনার মিচেল সুইপসন এবং দুই পেস বোলিং অলরাউন্ডার মাইকেল নেসার ও শন অ্যাবট। এদের মধ্যে পুকোভস্কি, সুইপসন ও নেসার আগেও সুযোগ পেয়েছেন স্কোয়াডে, কিন্তু গ্রিন ও অ্যাবটের জন্য এটিই প্রথম।

চলতি শেফিল্ড শিল্ডে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই ভারতের বিপক্ষে চ্যালেঞ্জিং এই সিরিজের স্কোয়াডে জায়গা দেয়া হয়েছে এই ৫ নতুন মুখকে। উদাহরণস্বরুপ বলা যায়, পুকোভস্কির কথা। যিনি নিজের খেলা দুই ম্যাচেই হাঁকিয়েছেন ডাবল সেঞ্চুরি। মাত্র ৩ ইনিংসে ২৪৭.৫০ গড়ে করেছেন ৪৯৫ রান।

এছাড়া অলরাউন্ডার গ্রিনও এবারের আসরে খেলেছেন ক্যারিয়ার সর্বোচ্চ ১৯৭ রানের ইনিংস, পাশাপাশি হাঁকিয়েছেন দুইটি ফিফটিও। গত ফেব্রুয়ারিতে তার ব্যাট থেকে এসেছিল ১৫৮* রানের ইনিংস। তরুণদের এমন পারফরম্যান্সে স্বভাবতই বেশ খুশি ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক ট্রেভর হনস।

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড

শন অ্যাবট, জো বার্নস, প্যাট কামিনস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, নাথান লিয়ন, মাইকেল নেসার, টিম পেইন, জেমস প্যাটিনসন, উইল পুকোভস্কি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সুইপসন, ম্যাথু ওয়েড এবং ডেভিড ওয়ার্নার।

অস্ট্রেলিয়া ‘এ’ স্কোয়াড

শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, জো বার্নস, জ্যাকসন বার্ড, অ্যালেক্স ক্যারে, হ্যারি কনওয়ে, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, ট্রাভিস হেড, ময়সেস হেনরিকস, নিক ম্যাডিনসন, মিচেল মার্শ (ফিটনেস ঠিক থাকলে), মাইকেল নেসার, টিম পেইন, জেমস প্যাটিনস, উইল পুকোভস্কি, মার্ক স্টেকেট, উইল সাদারল্যান্ড এবং মিচেল সুইপসন।

অস্ট্রেলিয়া সফরে পরিবর্তিত ভারতীয় দল:

টি-২০ স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল, কেএল রাহুল (সহ-অধিনায়ক/ উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, যুবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, নভদীপ সাইনি, দীপক চাহার ও টি নটরাজন৷

ওয়ান-ডে স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমন গিল, কেএল রাহুল (সহ-অধিনায়ক/ উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে, মায়াঙ্ক আগরওয়াল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, যুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর ও সঞ্জু স্যামসন (উইকেটকিপার)৷

টেস্ট স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, ময়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারী, শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ঋষভ পন্ত (উইকেটরক্ষক), জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, উমেশ যাদব, নভদীপ সাইনি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ সিরাজ।

ভারতের অস্ট্রেলিয়া সফরের পূর্ণাঙ্গ সূচি

প্রথম ওয়ানডে – ২৭ নভেম্বর, সিডনি

দ্বিতীয় ওয়ানডে – ২৯ নভেম্বর, সিডনি

তৃতীয় ওয়ানডে – ৩ ডিসেম্বর, ক্যানবেরা

প্রথম টি-টোয়েন্টি – ৪ ডিসেম্বর, ক্যানবেরা

দ্বিতীয় টি-টোয়েন্টি – ৬ ডিসেম্বর, সিডনি

তৃতীয় টি-টোয়েন্টি – ৮ ডিসেম্বর, সিডনি

প্রস্তুতি ম্যাচ – ৬ ডিসেম্বর, দ্রুময় ওভাল

প্রস্তুতি ম্যাচ – ১১ ডিসেম্বর, সিডনি (দিবারাত্রি)

প্রথম টেস্ট – ১৭ ডিসেম্বর, অ্যাডিলেইড (দিবারাত্রি)

দ্বিতীয় টেস্ট – ২৬ ডিসেম্বর, মেলবোর্ন

তৃতীয় টেস্ট – ৭ জানুয়ারি, সিডনি

চতুর্থ টেস্ট – ১৫ জানুয়ারি, ব্রিসবেন

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে