করোনা : বিশ্বে একদিনে পৌনে ১০ হাজার জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি
যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি। সংগৃহীত ছবি

প্রাণঘাতী ভাইরাস করোনায় বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৫ কোটি ২২ লাখেরও বেশি মানুষ প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১২ লাখ ৮৮ হাজারেরও বেশি মানুষ। যুক্তরাষ্ট্রেই একদিনে আক্রান্ত হয়েছেন লক্ষাধিক মানুষ। করোনার দ্বিতীয় ঢেউয়ে আবারও বিধিনিষেধ আরোপ করেছে হাঙ্গেরি পর্তুগালসহ বিভিন্ন দেশ।

করোনা নিয়ে নিয়মিত আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত একদিনে সারা বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ১৬ হাজার ৭২১ জন। একদিনে মৃত্যু হয়েছে ৯ হাজার ৭১৫ জনের। একই সময়ে সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৯হাজার ২৭২ জন।

universel cardiac hospital

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ কোটি ২৪ লাখ ২২ হাজার ৬০ জন। মৃত্যু হয়েছে ১২ লাখ ৮৮ হাজার ৮৯৯ জনের। সুস্থ হয়েছেন তিন কোটি ৬৬ লাখ ৬৮ হাজার ৫৩৭ জন।

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৭ লাখ ৮ হাজার ৬৩০ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৩৯৭ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৮৬ লাখ ৮৪ হাজার ৩৯ জন এবং মারা গেছে ১ লাখ ২৮ হাজার ১৬৫ জন। তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫৭ লাখ ৪৯ হাজার ০৭ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৪০৬জনের।

চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১৮ লাখ ৬৫ হাজার ৫৩৮ জন। এর মধ্যে মারা গেছেন ৪২ হাজার ৫৩৫ জন।

পঞ্চম স্থানে উঠে আসা ইউরোপের দেশ রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ১৮ লাখ ৩৬ হাজার ৯৬০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩১ হাজার ৫৯৩ জনের।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ২৩ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ২৫ হাজার ৩৫৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ১২৭ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৪৩ হাজার ১৩১ জন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে