সংসদে মাদ্রাসা শিক্ষা বোর্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিল পাস

নিজস্ব প্রতিবেদক

সংসদ ভবন
ফাইল ছবি

জাতীয় সংসদে বৃহস্পতিবার রাতে মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল, ২০২০ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২০ পাস হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল, ২০২০ পাসের প্রস্তাব করেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২০ পাসের প্রস্তাব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বিল দুটির মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিলে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধে দায়ের করা বিচারাধীন বিপুলসংখ্যক মামলার দ্রুত বিচারিক কার্যক্রম শেষ করার উপযোগী বিভিন্ন বিধান করা হয়েছে। এছাড়া সুষ্ঠু তদন্ত কাজ দ্রুত করার বিষয়কও বিধান সংযোজন করা হয়েছে। বিশেষ করে বিচারিক কার্যক্রম দ্রুত করতে স্পেশাল ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব প্রদানের বিধান সংযোজন করা হয়েছে।

universel cardiac hospital

বিল দুটির ওপর বিরোধী দলের বেশ কয়েকজন সদস্য জনমত যাচাই, বাছাই কমিটিতে প্ররণ ও সংশোধনী প্রস্তাব আনলে মাদ্রাসা শিক্ষা বোর্ড বিলে কয়েকটি সংশোধন প্রস্তাব গ্রহণ করা হয়। বাকি প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে