ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন অধ্যাপক নেহাল আহমেদ

নিজস্ব প্রতিবেদক

অধ্যাপক নেহাল আহমেদ

ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (সরকারি কলেজ-২) উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেয়া হয়। তিনি বর্তমান চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হকের স্থলাভিষিক্ত হবেন।

অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ‘আমার বদলির আদেশ এসেছে। ঢাকা শিক্ষা বোর্ডে যাচ্ছি চেয়ারম্যান হিসেবে।’

universel cardiac hospital

করোনার সময়ে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে কাজ করবেন বলে জানান তিনি।

অধ্যাপক নেহাল ইংরেজি সাহিত্যের শিক্ষক। তিনি ২০১৯ সালের ৫ মে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ছিলেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে