বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ৮৮ রানে অলআউট ঢাকা

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা-চট্টগ্রাম

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বৃহস্পতিবার দিনের দ্বিতীয় ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ১৬.২ ওভারে মাত্র ৮৮ রান করে অলআউট হয়ে গিয়েছে মুশফিকুর রহিমের দল বেক্সিমকো ঢাকা।

দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেছেন ওপেনার নাঈম শেখ। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেন আকবর আলী। ১২ রান করেছেন মুক্তার আলী। ১১ জন ব্যাটসম্যানের মধ্যে মাত্র তিনজন দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন।

universel cardiac hospital

চট্টগ্রামের বোলারদের মধ্যে নাহিদুল ইসলাম ১টি, শরিফুল ইসলাম ২টি, মোস্তাফিজুর রহমান ২টি, মোসাদ্দেক হোসেন ২টি, তাইজুল ইসলাম ২টি ও সৌম্য সরকার ১টি করে উইকেট শিকার করেছেন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারায়। ৬ বলে ২ করে ফিরে যান তানজিদ। ওয়ানডাউনে নামা সাব্বির রহমান ১০ বল খেলে কোনো রান রান করতে পারেননি। অধিনায়ক মুশফিকুর রহিম চার নম্বরে নেমে প্রথম বলেই রিভার্স সুইপ করতে গিয়ে সৌম্যর হাতে ক্যাচ হন।

এরপর নাঈম শেখ ও আকবর আলী জুটি কিছুটা আশা জাগাচ্ছিল। কিন্তু নবম ওভারে মোসাদ্দেক হোসেন বোলিংয়ে এসে এই দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন। পরের ওভারে তাইজুলের বলে এলবিডব্লিউ হন আবু হায়দার রনি। পরের ব্যাটসম্যানরা আর কেউ হাল ধরতে পারেননি।

ঢাকার এটি দ্বিতীয় ম্যাচ। এর আগের ম্যাচে তারা মিনিস্টার গ্রুপ রাজশাহীর কাছে ২ রানে হেরেছিল। অন্যদিকে, টুর্নামেন্টে চট্টগ্রামের এটি প্রথম ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর

বেক্সিমকো ঢাকা: ৮৮ (১৬.২ ওভার)

(তানজিদ ২, নাঈম শেখ ৪০, সাব্বির ০, মুশফিক ০, আকবর ১৫, শাহাদাৎ ২, আবু হায়দার ০, মুক্তার ১২, নাসুম ৮, রুবেল ০, রানা ০*; নাহিদুল ১/১৩, শরিফুল ২/১০, মোস্তাফিজ ২/১৩, মোসাদ্দেক ২/৯, তাইজুল ২/৩২, সৌম্য ১/২)।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে