‘১ পয়েন্ট’ আদায়ের লক্ষ্যে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ফুটবল দল

রাতে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাই পর্বের ‘ই’ গ্রুপের প্রাথমিক রাউন্ডের দ্বিতীয় ম্যাচে কাতারের মোকাবিলায় নামছে বাংলাদেশ ফুটবল দল। এশিয়ার এক নম্বর দলের বিপক্ষে নামার আগেই অবশ্য কাতারে গিয়ে স্থানীয় দলগুলোর সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচে হেরেছে জামাল ভূঁইয়ারা। ফলে ফেভারিট কাতারের বিপক্ষে ১ পয়েন্ট আদায়ের ছক আঁকছেন অধিনায়ক জামাল।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জামাল বলেন, ‘আশা করছি ভালো কিছু হবে। ম্যাচে আমরা ১ পয়েন্ট আদায়ের লক্ষ্য নিয়ে নামবো। কাতার অনেক শক্তিশালী দল। এশিয়ার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছে তারা।’

universel cardiac hospital

ম্যাচের আগে দলীয় অবস্থা নিয়ে জামাল জানান, ‘দলের অবস্থা অনেক ভালো। পাঁচ সপ্তাহ যাবত আমরা অনুশীলন করছি। তারমধ্যে আবার চারটি ম্যাচও খেলেছি। মোটামুটি সবাই এখন ফিট আছে।’

মাঠের পরিকল্পনা জানাতে গিয়ে জামাল বলেন, ‘ম্যাচে আমরা সবাই এক সঙ্গে নিজেদের সর্বোচ্চটা দিয়েই খেলব, আমরা একটা দল হিসেবে খেলতে চাই। আমাদের ভুলগুলো শুধরে নিতে চাই। অনুশীলনের মধ্যেই আলোচনা করে শুধরানোর চেষ্টা করেছি।’

আজ (শুক্রবার) রাত ১০টায় কাতারের আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে