বুড়িগঙ্গার তীরে বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক

বুড়িগঙ্গার তীরে উচ্ছেদ অভিযান
ফাইল ছবি

বুড়িগঙ্গা নদীর তীরভূমি দখল করে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

সোমবার সকাল ১০টায় নদীর সোয়ারিঘাট সংলগ্ন কামালবাগ এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল।

universel cardiac hospital

উচ্ছেদ অভিযানের শুরুতেই কামালবাগে নদীর বিপরীত অংশে অবৈধভাবে গড়ে তোলা একটি টিনের চার তলা ভবন গুড়িয়ে দেয় সংস্থাটি। এরপর আরও একটি দুইতলা ভবন উচ্ছেদ করা হয়েছে।

সংস্থাটির যুগ্ম পরিচালক গুলজার আলী জানান, উচ্ছেদের ১৫ দিন আগে নির্দেশনা দেয়া হয়েছিল। নদী উদ্ধার করতে উচ্ছেদ করা হচ্ছে।

গণমাধ্যমকে তিনি বলেন, উচ্ছেদ করার পর এখানে প্রকল্পের কাজ শুরু হচ্ছে। এখানে ওয়াকওয়ে হবে, বনায়ন হবে। তখন আর কেউ দখল করতে পারবে না।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে