ফুলবাড়িয়া সুপার মার্কেটের আরও দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

ফুলবাড়িয়া সুপার মার্কেট

ঢাকার ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এর তিনটি ব্লকের তিনটি মার্কেটের অবৈধ আরও দুই শতাধিক দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বুধবার উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিনে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

universel cardiac hospital

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা ও মুখপাত্র আবু নাসের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর ফুলবাড়িয়ার তিনটি মার্কেটের রাস্তা দখল করে তৈরি করা অবৈধ দোকান উচ্ছেদে দ্বিতীয় দিনের অভিযানটি বেলা ১১টায় শুরু হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা অভিযানে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

উচ্ছেদকৃত স্থাপনার মধ্যে রয়েছে, মার্কেটের সামনের ৪ তলা দুটি বিল্ডিং, পেছনের সারির ১০৪টি দোকান, মার্কেটের ভেতরে ৪০টি দোকান।

এর আগে মঙ্গলবার দক্ষিণ সিটির নগর ভবনের বিপরীতের ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এর এ, বি ও সি ব্লকের সিটি প্লাজা, নগর প্লাজা ও জাকের প্লাজায় ৯১১টি অবৈধ দোকান উচ্ছেদে অভিযানে নামে নগর কর্তৃপক্ষ। ব্যবসায়ীদের বাধার মুখে নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর শুরু হয় উচ্ছেদ কার্যক্রম।

প্রথমদিনে ৯১১টি অবৈধ স্থাপনার মধ্যে আড়াই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা সম্ভব হয়েছে। বাকি স্থাপনাগুলো উচ্ছেদে বুধবার সকাল থেকে ফের অভিযানে নামে ডিএসসিসি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে