বিনামূল্যে টিকা পাবে মার্কিনিরা, কার্যক্রম শুরু সোমবার

আন্তর্জাতিক ডেস্ক

করোনার ভ্যাকসিন
করোনার ভ্যাকসিন। ছবি : ইন্টারনেট

মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে মার্কিন সংস্থা ফাইজার ও জার্মান সংস্থা বায়োএনটেকের তৈরি টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। সোম বা মঙ্গলবার থেকেই দেশটিতে টিকাদান কার্যক্রম শুরু হবে। দেশটির সব নাগরিককে বিনামূল্যে টিকা দেয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

শনিবার ফাইজারের টিকা অনুমোদনের কথা জানান যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) প্রধান বিজ্ঞানী ডেনিস হিনটন। খবর বিবিসির।

universel cardiac hospital

হিনটন ফাইজারের নির্বাহীকে লেখা এক চিঠিতে বলেন, ‘কোভিড-১৯ মোকাবেলায় ফাইজার-বায়োএনটেকের টিকাকে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিচ্ছি৷’

স্বাস্থ্যকর্মী এবং নার্সিং হোমে বাস করা বয়স্ক নাগরিকরাই টিকার ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়ার কথা৷ মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন- সিডিসি কারা কখন টিকা পাবেন, তা ঠিক করবে৷

টিকার অনুমোদনের কিছুক্ষণের মধ্যেই এটিকে ‘চিকিৎসায় বিস্ময়’ উল্লেখ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, টিকাটি ‘খুবই নিরাপদ’৷ টুইটারে প্রকাশ করা এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘আমরা এটা নিশ্চিত করেছি যে টিকাটি সব আমেরিকানের জন্য বিনামূল্যে সরবরাহ করা হবে৷ আমরা এরই মধ্যে সবকটি রাজ্যে টিকা সরবরাহ শুরু করেছি৷ ২৪ ঘণ্টার মধ্যে প্রথম টিকাটি দেয়া হবে৷’

মার্কিন স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার এবিসি নিউজকে জানিয়েছেন, অনুমোদনের আগে থেকেই বিতরণ নিয়ে ফাইজারের সঙ্গে আলোচনা করে আসছে ট্রাম্প প্রশাসন৷ তিনি বলেন, ‘আগামী সপ্তাহের সোম বা মঙ্গলবারই আমরা মানুষকে টিকা দেয়া শুরু করতে পারব৷’

এ সপ্তাহের শুরুতেই আজার বলেছিলেন, এ মাসের মধ্যেই তারা দুই কোটি মানুষকে টিকা দেয়ার আশা করছেন৷ এরই মধ্যে ১০ কোটি ডোজ সরবরাহ করার জন্য ফাইজারের সঙ্গে চুক্তি করেছে দেশটি৷ মার্চের মধ্যেই সব ডোজ পাওয়ার সম্ভাবনা রয়েছে৷

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে