করোনায় আরও ১২ হাজার প্রাণহানি, শনাক্ত ছয় লাখ ৬৫ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

করোনায় মৃত্যু
ফাইল ছবি

মহামারি করোনা ভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যুর মিছিল অব্যাহত আছে। গত ২৪ ঘণ্টায় আরও ১২ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে প্রাণঘাতী এই ভাইরাসটি। আর এই সময়ে নতুন করে ছয় লাখ ৬৫ হাজারের বেশি মানুষের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

এ নিয়ে বিশ্বে করোনা ভাইরাসে মোট প্রাণহানি ছাড়িয়েছে ১৬ লাখ ৭৯ হাজার। শনাক্ত সাত কোটি ৫৯ লাখের বেশি।

universel cardiac hospital

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ প্রায় আড়াই হাজার মানুষ মারা গেছে যুক্তরাষ্ট্রে। শনাক্ত হয়েছে দুই লাখের বেশি রোগী। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি তিন লাখ ২০ হাজারের বেশি।

দ্বিতীয় সর্বোচ্চ সাড়ে আটশ মানুষের মৃত্যু হয়েছে জার্মানিতে। ব্রাজিলে মারা গেছে আরও আট শতাধিক। শুক্রবার ভারতে প্রাণহানি হয়েছে সাড়ে তিনশজনের। এতে দেশটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা ছাড়িয়েছে এক কোটি।

এছাড়া ইতালি, রাশিয়া, মেক্সিকোতেও গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ছয় শতাধিক করে মানুষ।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৯১টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। গত ১১ মার্চ করোনা ভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। প্রতিষেধক হিসেবে টিকা আবিষ্কার হলেও এই ভাইরাসটি কবে নির্মূল হবে সে সম্পর্কে কেউ বলতে পারছে না।

শেয়ার করুন