সৌদি সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আগামী ৬ জানুয়ারি (বুধবার) থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদিগামী ফ্লাইটগুলো আবার নিয়মিতভাবে চলাচল করবে। এর আগে বাতিল হওয়া ফ্লাইটগুলোর যাত্রীদের ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে টিকেট দেয়া হবে।
টিকেট পেতে বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com -এ দেয়া সিডিউল অনুযায়ী নিকটস্থ বিমান সেলস অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।
আজ রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
- আরও পড়ুন >> চতুর্থ ধাপে ৫৬ পৌরসভায় নির্বাচন ১৪ ফেব্রুয়ারি
করোনাভাইরাসের কারণে সৌদি সরকার নিষেধাজ্ঞা জারি করায় ২১ ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল করা হয়। পরে সেই নিষেধাজ্ঞা আরও এক সপ্তাহ বাড়ে।
এর আগে করোনায় প্রায় ছয় মাস বন্ধ থাকার পর ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ-সৌদি ফ্লাইট চালু হয়।