নিয়ম তৈরি করে আইসিসি, আবার সেই নিয়ম প্রয়োগে ভুলও করে তারা। অবশেষে সেই ভুল ধরতে পেরেছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। যে কারণে, সঙ্গে সঙ্গে ভুলটা শুধরেও নিয়েছে তারা। টেস্ট র্যাংকিংয়ে ৯ নম্বর স্থানই বহাল রইল বাংলাদেশের।
একদিন আগে প্রকাশিত আইসিসি টেস্ট র্যাংকিংয়ে দেখা যাচ্ছিল, বাংলাদেশকে ১০ নম্বরে ঠেলে দিয়ে ৯ নম্বরে উঠে এসেছে আফগানিস্তান। যদিও এখানে একটা বড় ভুল করে বসেছিল আইসিসির সংশ্লিষ্ট বিভাগ।
কারণ, বার্ষিক র্যাংকিং হালনাগাদ করার সময়ই তারা জানিয়েছিল, র্যাংকিংয়ে আসার মতো টেস্ট আফগানিস্তান খেলেনি। তাহলে কিভাবে ৬ জানুয়ারি প্রকাশিত আইসিসি টেস্ট র্যাংকিংয়ে তারা ঠাঁই পেয়ে গেলো? আবার গত বছর থেকে শুরু করে চলতি বছর- মাঝের এই এক বছরে হালনাগাদের যে সময়টা ধরা হয়েছে- তাতে বাংলাদেশ-আফগানিস্তান কোনো টেস্টই খেলেনি। তাহলে কিভাবে আফগানরা র্যাংকিংয়ে প্রবেশ করে?
বিষয়টা শেষ পর্যন্ত নজরে এসেছে আইসিসির এবং তারা নিজেদের ভুল শুধরে নিয়েছে। আই র্যাংকিংয়ে আফগানিস্তানকে ঠাঁই’ই দেয়া হয়নি। তাদেরকে বাদ দিয়েই ৭ জানুয়ারি আবার আপডেট প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে বাংলাদেশ ৯ নম্বরেই রয়েছে র্যাংকিংয়ে।