ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪

আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প
ছবি : ইন্টারনেট

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জন হয়েছে। আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ।

শুক্রবার সকালে শক্তিশালী ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে সুলাওয়েসি দ্বীপের মাজেনে শহরে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল মাজেনে শহর থেকে ৩ দশমিক ৭৩ মাইল উত্তর-পূর্বে মাটির ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর কমপক্ষে ১৫ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

এদিকে মাজেন শহরের উত্তরে একটি  হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে অনেক রোগী ও কর্মী  আটকা পড়েছেন।

মামুজু শহরের উদ্ধারকারী সংস্থার সদস্য আরিয়ান্টো বলেছেন, ভূমিকম্পে ‘হাসপাতালটি সমতল হয়েছে, ধসে গেছে’।

তিনি বলেন, সেখানে রোগী এবং হাসপাতালের কর্মচারীরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে এবং আমরা এখন তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

মামুজুর দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান আলী রহমান এএফপিকে বলেছেন, নিহতের সংখ্যাটি বাড়তে পারে, তবে আমরা আশা করি তা হবে না। মৃতদের মধ্যে অনেকেই ধ্বংসস্তূপের নিচচে সমাধিস্থ হয়েছেন।

মার্কিন বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে, হতাহতের পাশাপাশি ভূমিকম্পে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা প্রাথমকিভাবে জানিয়েছে, ভূমিকম্পে মাজেনেতে চারজন নিহত ও ৬৩৭ জন আহত হয়েছেন। এ ছাড়া প্রতিবেশী মামুজু প্রদেশে কমপক্ষে তিনজন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৬০টি বাড়ি। এর মধ্যে কয়েকটি ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্প আঘাত হানার পর হাজার মানুষ বাড়িঘর ছেড়েছে।

শেয়ার করুন