ভারত থেকে করোনার ভ্যাকসিনের প্রথম চালান নিয়ে ঢাকায় পৌছেছে এয়ার ইন্ডিয়ার বিমান। বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে ভ্যাকসিনবাহী বিমান।
বিমান বন্দরে আনুষ্ঠানিকতা শেষে এসব ভ্যাকসিন বিশেষ গাড়িতে পরবর্তী গন্তব্যে নিয়ে যাওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার ভোরে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার ‘কেভিশিল্ড’৷ পরে সকাল ৮টায় বাংলাদেশের উদ্দেশে রওনা দেয় ভ্যাকসিন বহনকারী উড়োজাহাজ। খবর জি নিউজের।
এগুলো পরিবহনের দায়িত্ব পেয়েছে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া।
স্বাস্থ্যসেবা সচিব আবদুল মান্নান সোমবার রাতে গণমাধ্যমকে জানিয়েছিলেন, ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ২০ লাখ ডোজ প্রথম চালানে আসতে পারে।
ওইদিন দুপুরে এই টিকা পাওয়ার খবর দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে বিস্তারিত জানাননি তিনি। তিনি বলেছিলেন, ভারত থেকে উপহার হিসেবে আরও কিছু টিকা আসবে। এই উপহার হিসেবে কত টিকা আসছে সেই সংখ্যাটা এখনই বলা যাচ্ছে না। তবে সংখ্যাটি ভালোই।
বাংলাদেশ সরকারিভাবে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার তিন কোটি ডোজ কিনছে, যার প্রথম চালান ২৫ জানুয়ারির মধ্যে দেশে পৌঁছাবে বলে আশা করছে সরকার।
স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, সরকারের কেনা টিকার আগে উপহার হিসেবে পাওয়া টিকা ভারত থেকে আসবে।