যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা সাড়ে ৪ লাখ ছাড়াল

করোনায় মৃত্যু
করোনায় মৃত্যু। ছবি : সংগৃহীত

মহামারি করোনাভাইরাসের সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক এগিয়ে দেশটি। টিকা দেয়া শুরু হলেও এখনো করোনার প্রকোপ কমতে দেখা যাচ্ছে না। এরই মধ্যে দেশটিতে করোনায় মৃত্যু সাড়ে চার লাখ ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত একদিনে মার্কিন মুলুকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৮৮৯ জনের এছাড়া একই সময়ে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪০ হাজার ৭৩২ জন।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ৭৪০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৪ লাখ ৫০ হাজার ৩৮১ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৭ লাখ ৪৭ হাজার ৯১ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ৩১২ জন।

রোববার সকাল নাগাদ বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৩‌১ লাখ ২৩ হাজার ৮৯২ জন। একই সময় নাগাদ বিশ্বে করোনায় মোট মারা গেছেন ২২ লাখ ২৯ হাজার ২৩৪ জন। করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৭ কোটি ৪৭ লাখ ৫৩ হাজার ৪৫৩ জন।

শেয়ার করুন