ভারতের উত্তরাখণ্ডে তুষারধসের ঘটনায় তপোবন বিদ্যুৎপ্রকল্পের সুড়ঙ্গ থেকে আরও পাঁচ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে উদ্ধারকারীরা লাশগুলো উদ্ধার করেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩।
ভেতর আরও শ্রমিক আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাদের সন্ধানে উদ্ধারকাজ চলছে।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শনিবার থেকেই তপোবন-বিষ্ণুগড় সুড়ঙ্গের মধ্যে আরও বড় পথ তৈরি করে উদ্ধারকাজ চালানো হয়। রোববার সকাল পর্যন্ত নতুন করে পাঁচজনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে।
চামোলির জেলা প্রশাসক স্বাতী ভাদোরিয়া বলেন, উদ্ধারকাজ আরও জোরদার করা হচ্ছে। লাশ উদ্ধারের পর এলাকায় বাকি নিখোঁজদের সন্ধানে জোরদার তল্লাশি চালানো হচ্ছে।
গত ৭ ফেব্রুয়ারি সকালে উত্তরাখণ্ড রাজ্যের চমোলি জেলায় হিমবাহ ভেঙে তুষারধস হয়। সরকারি হিসাব অনুযায়ী, এখনও ১৬০ জন নিখোঁজ রয়েছেন।
তপোবন সুড়ঙ্গের মধ্যে এখনও ২০ থেকে ৩০ জন আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।