ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে সমতা আনল শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কা দল
ছবি : সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে ওয়ানিদু হাসারাঙ্গা ও লক্ষণ সান্দাকানের দারুণ বোলিংয়ে জয় পেয়েছে সফরকারী শ্রীলঙ্কা। যার ফলে সিরিজে ১-১ সমতা এসেছে। সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী সোমবার ভোরে।

বাংলাদেশ সময় অনুযায়ী শনিবার ভোরে অ্যান্টিগায় অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬০ রান করে শ্রীলঙ্কা। দলের পক্ষে ৪২ বলে ৫৬ রান করেন ওপেনার দানুশকা গুনাথিলাকা। ২৩ বলে ৩৭ করেন পাথুন নিশানকা। ১১ বলে ১৯ করেন ওয়ানিদু হাসারাঙ্গা।

ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে ডোয়াইন ব্রাভো ২টি, ম্যাকয় ১টি ও জ্যাসন হোল্ডার ১টি করে উইকেট শিকার করেন।

পরে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে ১১৭ রান করে অলআউট হয়ে যায়। দলের পক্ষে ৭ বলে ২৩ রান করেন ওবেড ম্যাকয়। তিনিই ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহকারী। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন লেন্ডল সিমন্স।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩টি উইকেট নেন স্পিনার ওয়ানিদু হাসারাঙ্গা। ৩.৪ ওভারে ১০ রান দিয়ে ৩টি উইকেট নেন আরেক স্পিনার লক্ষণ সান্দাকান। এছাড়া দুশমান্থ চামিরা ২টি ও আকিলা ধনঞ্জয়া ১টি করে উইকেট নেন। ম্যাচসেরা হন ওয়ানিদু হাসারঙ্গা।

দীর্ঘদিন পর এই সিরিজের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন ‘ব্যাটিং দানব’ হিসেবে পরিচিত ক্রিস গেইল। কিন্তু সিরিজের প্রথম দুই ম্যাচেই ব্যর্থ তিনি। প্রথম ম্যাচে ১ বলে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ১৬ বল খেলে করেন ১৬ রান।

শেয়ার করুন