দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

বৃষ্টি ও বজ্রঝড়
ফাইল ছবি

দেশের ৬টি বিভাগে রোববার (১৪ মার্চ) অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া আজও আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (১৩ মার্চ) রাতে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া আগামী ২ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তারপরের ৫ দিনে তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের তথ্যমতে, গতকাল শনিবার (১৩ মার্চ) ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত টাঙ্গাইলে ৮ মিলিমিটার, মাদারীপুরে ১ মিলিমিটার, চাঁদপুরে ২ মিলিমিটার, ঈশ্বরদীতে ১ মিলিমিটার, বগুড়ায় ৬ মিলিমিটার, ডিমলায় ২ মিলিমিটার, রাজারহাটে ৬ মিলিমিটার ও বরিশালে ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এর বাইরেও নিকলি, ময়মনসিংহ, নেত্রকোনা, রাজশাহী, দিনাজপুর ও পটুয়াখালীতে সামান্য বৃষ্টিপাত হয়েছে।

শেয়ার করুন