স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচিতে হামলা করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে সাংবাদিকসহ ছাত্রজোটের ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।
আজ মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন ডাস চত্বরে মোদির কুশপুত্তলিকা দাহ করার সময় এ হামলা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
ছাত্রফ্রন্টের ঢাবি শাখার সভাপতি সালমান সিদ্দিকী বলেন, কিছু বুঝে ওঠার আগেই ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা করেন। এতে আমাদের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন ১৭ জন।
তারা হলেন- আসমানী আশা (২২), মেঘ মল্লার বসু (২২), তমা বর্মন (২৮), মাসুদ রানা (২৯), সাইফুর রহমান (২৭), ইসরাত জাহান (২২), যুবেল (২৬), শিহাব (২৫), রাশেদ (৩২), মাসুদ (৩০), সাদিক (২৭), সুমি আক্তার (২১), সেবু (২২), মুন্না (২৬), অন্ত (২২), সূর্য (২৭), সেতু (১৮)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, অনেকেই ঢামেকে আসছেন। তারা সবাই ঢামেকে ইমারজেন্সিতে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যেকেই শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন।