স্থগিত ৪ পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদক

ইভিএম
ফাইল ছবি

স্থগিত হওয়া চার পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ। সেখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৮ মার্চ) ইসি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্র জানিয়েছে।

সেই চার পৌরসভা হলো- যশোর জেলার যশোর, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভার স্থগিত করা ৯ নম্বর সাধারণ ওয়ার্ড, মাদারীপুর জেলার কালকিনি, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ।

কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ ও প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় সংখ্যক ইভিএম কাস্টমাইজেশনসহ নির্বাচন উপযোগী করে যথাসময়ে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছে ইসি।

যশোর ও কালকিনি পৌরসভার জন্য নির্ধারিত প্রতিটি ভোটকেন্দ্রে সোমবার (২৯ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মক ভোটিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র বলছে, ওই মক ভোটিং অনুষ্ঠানে সব প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা উপস্থিত থেকে মক ভোটিং সম্পন্ন করবেন। মক ভোটিং শেষে সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তারা মক ভোটিংয়ে ব্যবহৃত ইভিএমগুলো সহকারী রিটার্নিং কর্মকর্তাকে বুঝিয়ে দেবেন।

শেয়ার করুন