আশা জাগিয়েও হারল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

সৌম্য সরকার

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই হারল বাংলাদেশ। মঙ্গলবার নেপিয়ারের ম্যাকলেন পার্কে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশ হেরেছে ২৮ রানে। প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের দল হেরেছিল ৬৬ রানে। আগামী ১ এপ্রিল সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এদিন জয়ের জন্য ১৬ ওভারে বাংলাদেশকে করতে হতো ১৭১ রান। বড় লক্ষ্য সামনে রেখে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার লিটন দাসকে হারায় বাংলাদেশ। দলীয় ১৩ রানে হামিশ বেনেটের বলে গ্লেন ফিলিপসের হাতে ক্যাচ হন তিনি। ৫ বলে ৬ রান করেন লিটন। এরপর মোহাম্মদ নাইমকে সঙ্গে নিয়ে একটা সময় আশা জাগিয়ে তুলেছিলেন সৌম্য সরকার। প্রথম দশ ওভারে বাংলাদেশ তুলে ১ উইকেটে ৯৪ রান।

৩৬ বলে তখন টাইগারদের দরকার ৭৬। হাতে উইকেট আছে, চালিয়ে খেললে অসম্ভব নয়। কিন্তু ১০ ওভার পার হতেই রানের চাপে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সফরকারিদের ইনিংস।

শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৪২ রানে থামলো বাংলাদেশ। ডাকওয়ার্থ লুইসে ২৮ রানে হেরে এক ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজটা খুইয়েছে টাইগাররা।

১৭১ রানের লক্ষ্য সামনে রেখে দারুণ ব্যাটিং করেন সৌম্য। ২৫ বলে তুলে নেন ফিফটি, ৫ চার আর ৩ ছক্কায়। কিন্তু ১১তম ওভারের প্রথম বলেই টিম সাউদিকে তুলে মারতে গিয়ে লংঅনে ক্যাচ হন বাঁহাতি এই ব্যাটসম্যান। এরপরই বাংলাদেশের বিপদ শুরু।

নাইম সেভাবে বলের সঙ্গে পাল্লা দিয়ে ছুটতে পারছিলেন না। সৌম্য ফেরার পর এক ওভার বিরতি দিয়ে তিনিও সাজঘরে ফেরেন ৩৫ বলে ৩৮ রান করে। এরপর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ১২ বলে ৪ বাউন্ডারিতে ২১ রানের ছোট একটা ইনিংস খেলেছেন। কিন্তু দলকে এগিয়ে নেয়ার দায়িত্ব পালন করতে পারেননি কেউই।

আফিফ হোসেন (২), মোহাম্মদ মিঠুন (১), সাইফউদ্দিনরা (৩) রানের চাকা ঘুরাতে পারেননি। শেষদিকে মেহেদি হাসান ৬ বলে ১ ছক্কায় ১২ রানে অপরাজিত থাকেন। যদিও ততক্ষণে দলের হার নিশ্চিত হয়ে গেছে।

এর আগে টস হেরে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। কিউইদের ইনিংসে বৃষ্টির কারণে দুইবার খেলা বন্ধ হয়। প্রথমবার বন্ধ হয়েছিল ১২.২ ওভার পর। দ্বিতীয়বার বন্ধ হয় ১৭.৫ ওভার পর। দ্বিতীয়বার খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ১৭.৫ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান।

এরপর বৃষ্টি থামলে নিউজিল্যান্ডের আর ব্যাট করতে নামা হয়নি। বাংলাদেশকে জয়ের জন্য ১৬ ওভারে ১৭১ রানের টার্গেট দেয়া হয়।

নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে গ্লেন ফিলিপস ৩১ বলে পাঁচটি চার ও দুইটি ছক্কার সাহায্যে ৫৮ রান করে অপরাজিত থাকেন। আর ড্যারিল মিচেল ১৬ বলে ৬টি চারের সাহায্যে ৩৪ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশের বোলারদের মধ্যে শেখ মেহেদী হাসান ২টি, তাসকিন আহমেদ ১টি, মোহাম্মদ সাইফউদ্দিন ১টি ও শরিফুল ইসলাম ১টি করে উইকেট শিকার করেন। ম্যাচসেরা হন গ্লেন ফিলিপস।

সংক্ষিপ্ত স্কোর

ফল: বৃষ্টি আইনে ২৮ রানে জয়ী নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড ইনিংস: ১৭৩/৫ (১৭.৫ ওভার)

(গাপটিল ২১, অ্যালেন ১৭, কনওয়ে ১৫, ইয়ং ১৪, ফিলিপস ৫৮, চ্যাপম্যান ৭, মিচেল ৩৪; নাসুম ০/২৫, সাইফউদ্দিন ১/৩৫, তাসকিন ১/৪৯, শরিফুল ১/১৬, শেখ মেহেদী ২/৪৫)।

বাংলাদেশ ইনিংস: ১৪২/৭ (১৬ ওভার)

(নাঈম ৩৮, লিটন ৬, সৌম্য ৫১, রিয়াদ ২১, আফিফ ২, মিথুন ১, শেখ মেহেদী ১২, সাইফউদ্দিন ৩, তাসকিন ০; সাউদি ২/২১, বেনেট ২/৩১, মিলনে ২/৩৪, সোধি ০/৩৪, ফিলিপস ১/২০)।

ম্যাচসেরা: গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড)

শেয়ার করুন