১১ এপ্রিল থেকে আন্তঃনগর ট্রেনের টিকিট বন্ধ

নিজস্ব প্রতিবেদক

ট্রেন
ফাইল ছবি

আগামী ১১ এপ্রিল থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত আন্তঃনগর ট্রেনের সকল টিকিট বিক্রি বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। একই সঙ্গে ট্রেনের টিকিটের বিষয়ে আরও দুটি নতুন নিয়ম করা হয়েছে।

আজ বুধবার রেলওয়ের উপ-পরিচালক (টিসি) মো. নাহিদ হাসান খান স্বাক্ষরিত এক চিঠিতে নতুন এ নিয়ম জারি করা হয়।

universel cardiac hospital

চিঠিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে বাংলাদেশ রেলওয়ের টিকিট ইস্যু করার ক্ষেত্রে সাময়িকভাবে নতুন নিয়ম প্রবর্তন করা হয়েছে।

সংশোধনীগুলো হলো: আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসনসংখ্যার ৫০ শতাংশ টিকিট একই সঙ্গে অনলাইন, মোবাইল অ্যাপ ও কাউন্টারে যুগপৎভাবে সকাল ৮টা থেকে অগ্রিম ব্যবস্থাপনায় ইস্যু করা।

আগামী ১১ এপ্রিলের পর আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা।

আন্তঃনগর ট্রেনে ক্যাটারিং সেবা প্রদান ও ট্রেনে রাত্রিকালীন বেডিং সরবরাহের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করা।

সংশোধনীগুলো আগামী পহেলা এপ্রিল থেকে কার্যকর হবে বলে চিঠিতে জানানো হয়েছে।

শেয়ার করুন