যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির মেয়র বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা দিয়েছেন। মেয়র মুরিয়েল বৌসার বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন।
আজ শনিবার ওয়শিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে।
- আরও পড়ুন >> জামায়াতের এজেন্ডা বাস্তবায়নেই হেফাজত মাঠে নেমেছে: ইসলামী ঐক্যজোট
- আরও পড়ুন >> ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: হেফাজতের সঙ্গে ছিল বিএনপি-জামায়াতসহ স্থানীয় আ.লীগের বিদ্রোহী গ্রুপ
- আরও পড়ুন >> ৭১-এ আমগো অবস্থান ছিল নিরপেক্ষভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষে: শাইখুল হাদিস আজিজুল হক
ওয়াশিং ডিসির মেয়র মুরিয়েল বৌসার এই ঘোষণা সম্বলিত এক প্রজ্ঞাপনে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রস্ফুটিত হচ্ছে এবং শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে। এখন থেকে ওয়াশিংটন ডিসির জনগণ বাংলাদেশের স্বাধীনতা দিবসকে ‘বাংলাদেশ দিবস’ হিসেবে উদযাপন করবে বলেও ঘোষণা দেন তিনি।