আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন ২৭৪ কোটি টাকা

অর্থনৈতিক প্রতিবেদক

শেয়ারবাজার
শেয়ারবাজার

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের উত্থানে চলছে লেনদেন। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে ডিএসইতে লেনদেন হয়েছে ২৭৪ কোটি টাকা। এই সময়ে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৪৭৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৪৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১০৮ পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ছাড়ায় ২৭৪ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার টাকা।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লিখিত সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩১৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৮১টির। কমেছে ৭৫টির। অপরিবর্তিত রয়েছে ৬০ টি কোম্পানির শেয়ারের দর।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। প্রথম কার্যদিবস রবিবার সিএসইতে লেনদেনে অংশ নেয়া ৮৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪৭টির। কমছে ২৫টির। আর দর অপরিবর্তিত আছে ১৪টি কোম্পানির শেয়ারের দর।

আলোচ্য সময়ে সিএসইতে মোট লেনদেন হয়েছে পাঁচ কোটি ৯৩ লাখ ২৪ হাজার ৮০১ টাকা।

শেয়ার করুন