করোনা পরিস্থিতি মোকাবেলায় ভার্চুয়াল আদালত শুরু হওয়ার ১০ কার্যদিবসে সারাদেশের শিশু আদালতের মাধ্যমে ২১১ শিশুকে জামিন দেয়া হয়েছে। দেশে শিশু আদালত রয়েছে ১০২টি।
মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান।
এছাড়া একই সময়ে বিচারিক আদালতে ৩৩ হাজার ৫২৩ টি মামলার শুনানি হয়েছে। এদের মধ্যে ১৮ হাজার ৬৪৯ জন আসামিকে জামিন দিয়েছেন বিচারকরা। পরে কারা মুক্ত হয়েছেন তারা।
সাইফুর রহমান আরও জানান, গতকাল ২৬ এপ্রিল বিচারিক আদালতে ভার্চুয়াল শুনানিতে ৩ হাজার ২৩টি জামিন আবেদনের নিষ্পত্তি হয়। শুনানি শেষে ১ হাজার ৫৯৩ জন আসামিকে জামিন দেন আদালত। তারা জামিন পেয়ে কারা মুক্ত হয়েছেন।
করোনা পরিস্থিতির কারণে গত ৫ এপ্রিল থেকে সীমিত পরিসরে আদালত বসানোর সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ১ টি কোর্ট ও হাইকোর্ট বিভাগের ৬টি বেঞ্চ ভার্চুয়ালি মামলার শুনানি করছে। সারাদেশের মহানগর জেলা পর্যাদয়ের আদালতগুলোতে সার্বক্ষণিক ১ জন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।