রাত ১২টার পর ঢাকাসহ কিছু অঞ্চলে কালবৈশাখীর সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

ঝড়
ফাইল ছবি

ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়। ঢাকাসহ কিছু অঞ্চলে রাত ১২টার পর কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। প্রচণ্ড রোদ আর ভ্যাপসা গরমে উত্তপ্ত ঢাকাসহ সারাদেশ। হাঁসফাঁস হয়ে পড়েছে জনজীবন। এরই মধ্যে ঝড়ের এ আভাস দিল আবাহওয়া অধিদপ্তর। ঝড়ের কারণে কমবে তাপমাত্রাও।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক কাওসার পারভিন।

universel cardiac hospital

তিনি বলেন, আজ দিবাগত মধ্যরাতে ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহের কিছু এলাকায় কালবৈশাখীসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও কালবৈশাখী ঝড় বড় ধরনের আঘাত হানতে পারে। আর ঝড়েরর কারণে ঢাকাসহ অন্য এলাকাগুলোর তাপমাত্রা কিছুটা কমবে।

আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। ঢাকায় আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন