এক সপ্তাহে বিনিয়োগকারীরা বাজার মূলধন ফিরে পেয়েছে দুই হাজার কোটি টাকা

অর্থনৈতিক প্রতিবেদক

শেয়ার বাজার
ফাইল ছবি

সপ্তাহের ব্যবধানে দেশের দুই পুঁজিবাজারে বেড়েছে বাজার মূলধন। সূচকের উত্থানে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন বেড়েছে হাজার কোটি টাকা। পাশাপাশি উভয় পুঁজিবাজারে বিনিয়োগকারীরা এক সপ্তাহে বাজার মূলধন ফিরে পেয়েছে দুই হাজার কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

universel cardiac hospital

জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৬৮ হাজার ৩১৬ কোটি ৮১ লাখ ৭২ হাজার টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৪ লাখ ৭০ হাজার ৭১২ কোটি ৭৮ লাখ ৯৫ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা দুই হাজার ৩৯৫ কোটি ৯৭ লাখ ২৩ হাজার টাকা বাজার মূলধন ফিরে পেয়েছে।

জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে সিএসইতে বাজার মূলধন ছিল ৩ লাখ ৯৭ হাজার ৩২২ কোটি ৭৪ লাখ ২০ হাজার টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় তিন লাখ ৯৭ হাজার ৩৫১ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ২৮ কোটি ৯৮ লাখ ২০ হাজার টাকা বাজার মূলধন ফিরে পেয়েছে।

বিদায়ী সপ্তাহে পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে পাঁচ হাজার ৩২২ কোটি ১৯ লাখ ৭৫ হাজার ২০৮ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে এক হাজার কোটি টাকা বেশি বা ২৪.৯৪ শতাংশ বেশি হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল চার হাজার ২৫৯ কোটি ৮৭ লাখ ৪৫ হাজার ৭৮৯ টাকার।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে এক হাজার ৬৪ কোটি ৪৩ লাখ ৯৫ হাজার ৪২ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৮৫১ কোটি ৯৭ লাখ ৪৯ হাজার ১৫৮ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ২১২ কোটি ৪৬ লাখ ৪৫ হাজার ৮৮৪ টাকা বা ২৪.৯৪ শতাংশ বেশি হয়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৪ পয়েন্ট বা ০.৮২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বা এক শতাংশ বেড়ে দাঁড়িয়ে এক হাজার ২৪৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৩ পয়েন্ট বা ১.১২ শতাংশ বেড়ে দাঁড়িয়ে দুই হাজার ১১০ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৭৫টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬২টির বা ৪৩.২০ শতাংশের, কমেছে ১৪৫টির বা ৩৮.৬৬ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির বা ১৬.৮০ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৭৩ কোটি ৫৮ লাখ ২৬ হাজার ২৫৫ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৯৮ কোটি ৪৬ লাখ ৮২ হাজার ৪৯৪ টাকার।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২১ পয়েন্ট বা ০.৭৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৪৪ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৭৪ পয়েন্ট বা ০.৭৮ শতাংশ বেড়ে অবস্থান করছে নয় হাজার ৫৬০ পয়েন্টে। সিএসই-৩০ সূচক দুই পয়েন্ট বা ০.০১ শতাংশ বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৬২ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১১ পয়েন্ট বা ০.৯১ শতাংশ বেড়ে অবস্থান করছে এক হাজার ২০৭ পয়েন্টে এবং সিএসআই ১১ পয়েন্ট বা ১.১৭ শতাংশ বেড়ে অবস্থান করছে এক হাজার তিন পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৩টির বা ৪৫.৫৪ শতাংশের দর বেড়েছে, ১২৫টির বা ৩৯.৮০ শতাংশের কমেছে এবং ৪৬টির বা ১৪.৬৪ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ার করুন