ডিএসইতে তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক

শেয়ারবাজার
শেয়ারবাজার

দেশের প্রধান পুঁজিবাজারে সূচকের উত্থানেই শেষ হলো লেনদেন । এদিন উভয় পুঁজিবাজারে লেনদেনের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন হয়েছে এক হাজার ৪০৬ কোটি ৯৬ লাখ ৪৩ হাজার টাকা। এর আগে গত জানুয়ারি মাসের ২৫ তারিখে ডিএসইতে লেনদেন হয়েছিলো এক হাজার ৫৮৫ কোটি ২২ লাখ নয় হাজার টাকা।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৬১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৮০টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

রবিবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩১ কোটি ৭৭ লাখ ৭৩ হাজার ৩৩২ টাকা। যা আগের দিনের তুলনায় ১০ কোটি টাকা কম। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২৬৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪৪টি কোম্পানির। দর কমেছে ৮৮টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, রবিবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৫১৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক পাঁচ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৫৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১২৩ পয়েন্টে।

অপরদিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৯৭৩ পয়েন্টে। সিএসইএক্স সূচক ৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে নয় হাজার ৬৩৪ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ১২৬ পয়েন্টে। সিএসই-৫০ সূচক সাত পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২১৫ পয়েন্টে। সিএসআই এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৫ পয়েন্টে।

শেয়ার করুন