১৪ দিনে নিম্ন আদালতে সাড়ে ২৪ হাজার আসামির জামিন

নিজস্ব প্রতিবেদক

ভার্চুয়াল আদালত
ফাইল ছবি

করোনা সংক্রমণ রোধকল্পে দ্বিতীয় দফার লকডাউনে সারাদেশে অধস্তন আদালতসমূহে গত ১৪ কার্যদিবসে ভার্চুয়াল শুনানিতে ২৪ হাজার ৫৯৪ আসামি জামিন পেয়েছেন।

সারাদেশের বিচারিক আদালত এবং ট্রাইব্যুনালে ৪৫ হাজার ২২৭টি মামলার শুনানি হয়। এসব মামলায় ২৪ হাজার ৫৯৪ আসামিকে জামিন দিয়েছেন আদালত। জামিনপ্রাপ্ত সবাই কারামুক্ত হয়েছেন।

সোমবার গণমাধ্যমকে বিষয়টি জানান সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান। তিনি বলেন, গত ২ মে সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৩হাজার ৩০৭টি জামিন আবেদনের নিষ্পত্তি করা হয়। এতে ১ হাজার ৭২১ আসামি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।

এদিকে ১৪ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে ৩০৮ শিশু জামিন পেয়েছেন।

এর আগে ভার্চুয়াল আদালতের প্রথম দিনে সারাদেশে অধস্তন আদালতসমূহে ১৬০৪ জন, দ্বিতীয় দিনে ৩২৪০ জন, তৃতীয় দিনে ২৩৬০ জন, চতুর্থ দিনে ১৮৪২ জন, পঞ্চম দিনে ১৬৩৫ জন, ষষ্ঠ দিনে ১৫৭৬ জন, সপ্তম দিনে ১৩৪৯ জন, অষ্টম দিনে ১৫৯২ জন, নবম দিনে ১৮৩৯ জন, দশম দিনে ১৫৯৩ জন, এগারোতম দিনে ১৩৯৫ জন, ১২তম দিনে ১৪২২ জন এবং ১৩৪তম দিনে ১ হাজার ৪১২ আসামিকে জামিন দেয়া হয়।

শেয়ার করুন