দেশের বিভিন্ন আদালতে শারীরিক উপস্থিতিতে সাকসেশনের মামলা দায়ের ও শুনানি করতে প্রজ্ঞাপন জারি করেছে সুপ্রিম কোর্ট। গণমাধ্যমকে বিষয়টি জানান সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়, সারা দেশের আদালতগুলোতে অনতিবিলম্বে সাকসেশনের মামলা দায়ের ও শুনানি করা যাবে। এক্ষেত্রে বিচারক সামাজিক দূরত্ব বজায় রেখে মামলা শুনানি ও চূড়ান্ত নিষ্পত্তি করতে পারবেন।
পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলেও জানানো হয় সুপ্রিম কোর্টের এ প্রজ্ঞাপনে।
করোনা পরিস্থিতি মোকাবেলায় গত ৫ এপ্রিল থেকে সীমিত পরিসরে ভার্চুয়ালি আদালত পরিচালনা করতে আদেশ দেন সুপ্রিম কোর্ট।