স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা হেফাজতের নামে দুষ্কর্ম করে, নিষ্ঠুরতা করে, অত্যাচার করে- তারা মানুষ না, তারা অমানুষ। আমি কথা দিচ্ছি এ সহিংসতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
আজ শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদিখানে হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ি পরিদর্শন শেষে মধুপুরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, হেফাজতের তাণ্ডবে জড়িত সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এ ধরনের নিষ্ঠুরতা, অত্যাচার ও নৃশংসতা যারা করে- এটা কোনো ধর্মের উদ্দেশ্য নয়। অরাজকতা সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক ফায়দা লুটাই ছিল তাদের মূল উদ্দেশ্য।
তিনি আরও বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, এখানে কাউকে ছাড় দেওয়া হবে না। যে যেখানেই জড়িত আছেন, আপনাদের আইনে সোপর্দ করবোই। এ নৃশংসতায় যেসব মামলা হয়েছে কিংবা হয়নি, তদন্ত করে সবাইকে আইনের আওতায় আনব। নিষ্ঠুরতা, নৃশংসতা ও বর্বরতা আর হতে দেব না।
উল্লেখ্য, গত ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালে মুন্সিগঞ্জের সিরাজদিখানের মধুপুর গ্রামে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।