সূচকের পতনে চলছে লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক

শেয়ারবাজারে দরপতন
প্রতীকী ছবি

সূচকের পতনের মধ্য দিয়ে দেশের দুই পুঁজিবাজারে চলছে লেনদেন। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেন শুরুর পর থেকে প্রথম এক ঘণ্টা ২৪ মিনিটে ডিএসইতে লেনদেন হয়েছে ৬২৩ কোটি টাকা। এই সময়ে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ৯৭৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক পাঁচ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৮০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ১৯৩ পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ছাড়ায় ৬২৩ কোটি ৩৬ লাখ ৩৫ হাজার টাকা।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লিখিত সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৯২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০৬টির। কমেছে ১৯০টির। অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ারের দর।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। দ্বিতীয় কার্যদিবসে সিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৩৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৪টির। কমছে ১৩৭টির। আর দর অপরিবর্তিত আছে ৩৩টি কোম্পানির শেয়ারের দর।

আলোচ্য সময়ে সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৮ কোটি ৫৯ লাখ ৮১ হাজার ৯০৫ টাকা।

শেয়ার করুন