ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজন করোনায় এবং সাতজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শুক্রবার (০২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন- জামালপুর সদরের আজিজুন নাহার (৩২), সরিষাবাড়ি উপজেলার সেলিনা বেগম (৪০), ময়মনসিংহ সদরের তাসলিমা বেগম (২৮), ত্রিশালের সুরুজ আলী (৫০), শেরপুরের মো. হানিফ মিয়া (৬০), নেত্রকোনার প্রীতিলতা (৮৫) এবং গাজীপুরের শ্রীপুরের কোহিনুর বেগম (৩৮)।
এ ছাড়াও উপসর্গ নিয়ে মারা গেছেন- শেরপুর সদরের মো. আব্দুল জলিল (৭৫), যশোরের ঝিকরগাছার জুলফিকার আলী (৮২), ময়মনসিংহের আকুয়ার মোস্তাফিজুর রহমান (৬৫), সদরের আব্দুল মতিন (৫৮), আব্দুস সামাদ (৪৪), দিঘারকান্দার বিসুতুপ সাহা (৬৮) এবং ফুলবাড়িয়ার নাসিমা বেগম (৩৫)।
ডা. মহিউদ্দিন খান আরও বলেন, বর্তমানে ইউনিটের আইসিইউতে ১৩ আসনে সবগুলোই রোগীতে পূর্ণ। ২১০ শয্যার করোনা ওয়ার্ডে রোগী ভর্তি রয়েছেন ২৩৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৪৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ৬২১ জনের নমুনা পরীক্ষা করে ১৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় শনাক্তের হার ২৩ দশমিক ৬৭ শতাংশ।