‘প্রচুর কেমিক্যালসহ দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে’

নারায়ণগঞ্জ প্রতিনিধি

রূপগঞ্জে ফুড কারখানায় ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানার ছয় তলা ভবনে প্রচুর পরিমাণে প্লাস্টিক ও কেমিক্যালসহ দাহ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুত এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) দেবাশীষ বর্ধন সাংবাদিকদের এ তথ্য জানান।

universel cardiac hospital

তিনি জানান, কারখানার ভেতরে প্লাস্টিক ও কেমিক্যালসহ প্রচুর দাহ্য পদার্থ ছিল। এ কারণেই মূলত আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশি সময় লেগেছে। দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসার পর এখন চলছে ড্যাম্পিংয়ের কাজ।

দেবাশীষ বর্ধন জানান, শুক্রবার ওই ভবন থেকে ৪৯ জনের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ড্যাম্পিংয়ের কাজ শেষে ওই ভবনে আরও লাশ আছে কি না, তা তল্লাশি করে দেখা হবে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ৮টার দিকে ফায়ার সার্ভিস জানায়, সাত তলা ভবনের ছয় তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে। ভবনে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও সাতটি ইউনিট।

কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহ-আলম বলেন, মধ্যরাতে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও সকাল ৬টার দিকে কারখানার চারতলায় আবারও আগুন বাড়তে থাকে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘ ২১ ঘণ্টা পর শুক্রবার বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে বৃহস্পতিবার আগুনে তিনজনের মৃত্যু হয়।

শেয়ার করুন