ঠাকুরগাঁওয়ে ৩ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল নিরাপত্তা আইন
ফাইল ছবি

ঠাকুরগাঁও সদর হাসপাতালে বরাদ্দের বিপরীতে রোগীর খাবার পরিবেশনে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে তিন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। ৩ সাংবাদিক হলেন জাগোনিউজ২৪.কমের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি তানভীর হাসান তানু, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু ও নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি রহিম শুভ।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. নাদিরুল আজিজ শনিবার (১০ জুলাই) দুপুরে এই মামলা করেন। পরে রাত ৮টায় সাংবাদিক তানভীর হাসান তানুকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।

universel cardiac hospital

সাংবাদিকরা জানান, মামলার বিষয়ে খবর নিতে গেলে ঠাকুরগাঁও থানা তানুকে গ্রেফতার করে। তিনি এখন পুলিশ হেফাজতে রয়েছেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১)(ক) ২৫(১)(খ) ২৯(১)/৩১(১)/৩৫(১) ধারায় নাদিরুল আজিজের করা মামলার অভিযোগে বলা হয়, গত ৫ জুলাই জাগোনিউজ২৪.কম, নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম ও বাংলাদেশ প্রতিদিনে করোনা রোগীর খাবার নিয়ে ‘মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট জনরোষ সৃষ্টিকারী মানহানিকর’ সংবাদ প্রকাশ করা হয়েছে।

এদিকে সাংবাদিক তানভীর হাসান তানুর মুক্তি ও সাংবাদিকদের নামে হাসপাতালের তত্ত্বাবধায়কের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানবন্ধন করেছেন সাংবাদিকরা।

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী জানান, মামলা প্রত্যাহার করা না হলে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।

শেয়ার করুন