করোনা পরিস্থিতিতে সারাদেশের অধস্তন আদালতে ভার্চুয়ালি শুনানির মাধ্যমে মোট ১ লাখ ৬০ হাজার ৭৬৮ জন হাজতি আসামি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।
শনিবার (১৪ আগস্ট) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, করোনা সংক্রমণ রোধকল্পে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন এবং অতি জরুরি ফৌজদারি দরখাস্তের ওপর শুনানি হয়। ২০২০ সালের ১১ মে থেকে চলতি বছরের ১০ আগস্ট পর্যন্ত সারাদেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে ৩ লাখ ১৫ হাজার ৫৬৮ টি আবেদন/দরখাস্তের ভার্চুয়াল শুনানি ও নিষ্পত্তি করে মোট ১ লাখ ৬০ হাজার ৭৬৮ জন হাজতি আসামি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন। এসময়ে জামিনপ্রাপ্ত মোট শিশুদের সংখ্যা ২ হাজার ২৬১ জন।