ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে দুর্দান্ত ছন্দে রয়েছে টাইগাররা। জিম্বাবুয়ের মাটিতে সিরিজ জেতার পর ঘরের মাঠে ৪-১ ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে আজ টানা জয়ে তিন ম্যাচ হাতে রেখেই ডাবল লিডে এগিয়ে থাকল বাংলাদেশ। আর তাতেই আইসিসির র্যাংকিংয়ে পিছনে ফেলল অস্ট্রেলিয়াকে।
এর আগে, চলমান সিরিজের প্রথম ম্যাচের জয়ে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে তিনধাপ এগোয় মাহমুদউল্লাহর দল। এক ম্যাচ পর তিন রেটিং বেড়ে সপ্তম থেকে একধাপ ওপরে ছয়ে উঠে টাইগাররা। তাদের বর্তমান রেটিং ২৪১।
আইসিসি র্যাংকিং হালনাগাদ করা হলেও এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সংস্থাটির ওয়েবসাইটে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের ২৪১ রেটিং নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। মাহমুদউল্লাহরা পেছনে ফেলেছে অস্ট্রেলিয়া (২৪০), শ্রীলংকা (২৩৫), আফগানিস্তান (২৩৬) ও ওয়েস্টে ইন্ডিজকে (২৩৪)।
কিউইদের বিপক্ষে ঘরের মাঠে সিরিজটির আগে অবশ্য ক্যারিবিয়ানদের সমান রেটিং ২৩৪ নিয়ে দশে অবস্থান করছিল মাহমুদউল্লাহ বাহিনী। সিরিজের প্রথম এবং প্রথমবারের মতো কিউইদের হারানোয় টাইগারদের মিলে ৪টি রেটিং পয়েন্ট। তাতে এগোয় তিন ধাপ। এবার এগোল আরও একধাপ। এই সিরিজেই তাদের সুযোগ আছে সেরা পাঁচে ওঠার।
নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলটির বিপক্ষে প্রতাশিত ৫-০’তে জয় পেলে বাংলাদেশ উঠে আসবে সেরা পাঁচে। বাংলাদেশের ওপরে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং ২৪৬। এর মধ্যে অস্ট্রেলিয়ার খেলা না থাকলেও শ্রীলংকার বিপক্ষে সিরিজ আছে প্রোটিয়াদের। সেখানে সিরিজের ফল প্রভাব ফেলবে র্যাঙ্কিংয়ে। বর্তমান র্যাঙ্কিংয়ে ২৭৮ রেটিংয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। দুইয়ে ২৭৩ রেটিং নিয়ে ভারত এবং তিনে পাকিস্তান (২৬১)। চারে অবস্থান করছে নিউজিল্যান্ড (২৬০)।