রোনাল্ডোর জন্য জার্সি ছেড়ে দিলেন কাভানি

ক্রীড়া প্রতিবেদক

ক্রিস্টিয়ানো রোনালদো (ছবি সংগৃহীত)

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আরেক নাম সিআর সেভেন। কারণ দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে ৭ নম্বর জার্সি পরে ফুটবল মাঠ মাতাচ্ছেন এই পর্তুগিজ ফুটবল তারকা। সম্প্রতি ইতালীয় ক্লাব জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন তিনি।

ফের চ্যাম্পিয়ন্স লিগ মাতাবেন, সেই ভাবনায় রোনাল্ডো যখন রোমাঞ্চিত। তখন পড়লেন আরেক সমস্যায়। কারণ ক্লাবটির ৭ নম্বর জার্সি পরে খেলেন উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি। তবে কি পিঠের পেছনে আর সাত সংখ্যা নিয়ে নামতে পারবেন না রোনাল্ডো?

বার্সা ছেড়ে পিএসজিতে যোগদানের পর ১০ নম্বর জার্সিকে ছাড়তে হয় মেসির। ৩০ সংখ্যাকে বেছে নিতে হয়েছে তার।

সেরকম রোনাল্ডোকেও ৭ ছেড়ে বেছে নিতে হবে অন্য কোনো সংখ্যা? কিন্তু না; সিআর সেভেনই রইলেন রোনাল্ডো। পাঁচবারের বিশ্বকাপজয়ী এ তারকার ৭ নম্বর জার্সি ছেড়ে দিচ্ছেন কাভানি নিজেই। বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে রোনালদোকে ৭ নম্বর জার্সি দেয়ার কথা জানিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব কর্তৃপক্ষ।

যে কারণে জার্সি নম্বর বদলাতে হয়েছে কাভানিকে। নতুন মৌসুমে তাকে ২১ নম্বর জার্সি পরে খেলতে দেখা যাবে।

রোনাল্ডোর সম্মানার্থেই এমনটা করেছে ম্যানইউ কর্তৃপক্ষ। কারণ ম্যানইউতে সাত নম্বর জার্সি বরাবরই বিশেষ গুরুত্ব বহন করে। কারণ এটি পরেই খেলেছেন জর্জ বেস্ট, ব্রায়ান রবসন, এরিক ক্যান্টোনা, ডেভিড ব্যাকহ্যামদের মতো ক্লাবটির কিংবদন্তিরা।

২০০৯ সালে রোনাল্ডো ম্যানইউ ছেড়ে চলে গেলে সাত নম্বর জার্সির জন্য স্থায়ী কাউকে খুঁজে নেয়নি ক্লাবটি। এই ১২ বছরের বিভিন্ন সময়ে কাভানিসহ মোট ছয়জন খেলোয়াড় ম্যান ইউতে ৭ নম্বর জার্সি পরে খেলেছেন। কিন্তু তারা কেউই স্থায়ীভাবে এই জার্সির গায়ে রাখতে পারেননি। এবার সাত নম্বর জার্সি তার আসল মালিক পেল বলে জানাচ্ছেন রোনাল্ডোভক্তরা।

শেয়ার করুন